Header Ads Widget

কালো বিউটি হোমা কবুতরের দাম ২০২৪ | Black beauti homa pigeon price 2024 in bangladesh

 

কালো বিউটি হোমা কবুতরের দাম
কালো বিউটি হোমা কবুতর এটি একটি শৌখিন প্রজাতির রেসার কবুতর, এই কবুতর বিভিন্ন কালারের হয়ে থাকে, এবং কালার ভেদে দাম কম অথবা বেশি হয়ে থাকে, কিন্তু বাজারে কালো রংয়ের বিউটি কবুতরের চাহিদা ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি, একসময় জার্মান কালো বিউটি হোমা কবুতর বাংলাদেশের বাজারে  একলক্ষ বা তারও বেশি দামে বিক্রি হত, কিন্তু সময়ের সাথে সাথে এই কবুতরের দাম তিন থেকে পাঁচ হাজারে ঠেকেছে তবে এই কবুতরের দাম এর কোয়ালিটির উপর নির্ভরশিল,ভালো কোয়ালির বিউটি হোমা কবুতর অরিজিনাল জার্মান ব্লাডলাইন হলে ২০২৪ সালে মোটামুটি ৪০০০/৫০০০ টাকায় পাওয়া যায়।
এই কবুতরের কোয়ালিটি নির্ভর করে এর ঠোঁটের শেপ গলার উচ্চতা ও সাইজের উপরে। গলার উচ্চতা লম্বা ও ঠোঁটের শেপ বাঁকা তোতা পাখির ন্যায় সাইজ বড় হলে ভালো কোয়ালিটি ধরা হয়।

বিদ্রঃ- স্থান কাল পাত্র ও সময় ভেদে কবুতরের দাম কম অথবা বেশি হতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ