জাত পরিচিতি
টেডি কবুতর মূলত সর্বপ্রথম পাকিস্তানে উৎপত্তি হয় এই কবুতরের গলা অনেক লম্বা হয়ে থাকে। ঠোঁট সুচালো এবং এই কবুতর পাথর চোখের হয়ে থাকি। ব্লাডলাইন ভেদে কিছু কিছু কবুতরের চোখ আনার চোখেরও হয়, টেডি কবুতর দেখতে বাংলাদেশের গিরিবাজ কবুতরের ন্যায় কিন্তু তুলনামূলকভাবে টেডি কবুতরের শরিরের সাইজ গিরিবাজ কবুতরের চেয়ে লম্বাটে হয়ে থাকে, বাংলাদেশে বেশ কয়েকটি ব্লাডলাইনের টেডি কবুতর পাওয়া যায়, যেমন- রয়েল টেডি, ছাকি টেডি, ইত্যাদি।
টেডি কবুতরের ছবিপ্রাপ্তিস্থান
বাংলাদেশের মোটামুটি সর্বত্রই টেডি কবুতর পাওয়া যায় তবে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলায় এই কবুতর সবচেয়ে বেশি পাওয়া যায়।
টেডি কবুতরের বিশেষত্ব
টেডি কবুতর মূলত উড়ানোব জন্য পালন করা হয়, কারন টেডি কবুতর তুলনামূলকভাবে খুব বেশি সময় ধরে আকাশে উড়তে পারে। টেডি কবুতর মোটামুটি একবার ছারলে অনায়াসে ৪/৫ ঘন্টা উড়ে, কিছু কিছু কবুতর তো ৬/৭ ঘন্টাও উড়ে বলে জানা যায়। এই কবুতর দিয়ে সাধারণত পাল্লা দেওয়া হয়।
টেডি কবুতরের দাম
কবুতরের কোন নির্দিষ্ট দাম বলা সম্ভব নয়, কবুতরের দাম কোয়ালিটি এবং পারফরম্যান্স এর উপর নির্ভরশীল, বিশেষ করে পাল্লা দেওয়া কবুতর, যেই কবুতর যত বেশি সময় ধরে উড়তে সক্ষম তার দাম তত বেশি, সাধারনত টেডি কবুতর বাংলাদেশের বাজারে ২৫০০/৫০০০ মধ্যে পাওয়া যায়।
টেডি কবুতরের বাচ্চার দাম
টেডি কবুতরের বাচ্চার দাম সাধারণত ১০০০/২৫০০ টাকা জোরা পাওয়া যায় তবে কবুতর যদি হাই ব্লাডলাইনের হয় বা বাচ্চার বাবা/মায়ের রেজাল্ট ভালো থাকে তাহলে বাচ্চার দাম ৫০০০ বা তারও বেশি হতে পারে।
বিদ্রঃ
কবুতরের দাম স্থান কাল সময় ভেদে কম অথবা বেশি হতে পারে।
অনলাইনে কবুতর কেনার নির্ভরযোগ্য প্লাটফর্ম
আধুনিক সময়ের জন্য অনেকেই এখন অনলাইনে কবুতর বিক্রি করছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেইসবুক পেইজের মাধ্যমে আপনি চাইলে ঐসব পেইজ বা চ্যানেল থেকে কবুতর কিনতে পারেন।
আপনি চাইলে আমাদের পায়রা প্লাস চ্যানেল থেকেও কবুতর কিনতে পারেন।
আমাদের চ্যানেল থেকে কবুতর কিনতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
সতর্কতা
অনলাইনে কবুতর কেনার সময় নিজ দ্বায়িত্বে কিনবেন প্রয়োজনে খামার/দোকানে গিয়ে দেখেশুনে কিনুন, অনলাইনে কবুতর ক্রয়জনিত কোন বিষয়ে পায়রা প্লাস বা এর সংগে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বায়ভার নিবে না।
0 মন্তব্যসমূহ