ডেনিশ কবুতরের জাত পরিচিতি ও বর্তমান দর দাম।
ডেনিশ কবুতরআজকে আমরা কথা বলব,ডেনিশ কবুতরের জাত ও দাম নিয়ে।
মূলত ডেনিশ কবুতরের দাম নিশ্চিত করা হয় কবুতরের মানের উপর,যে ডেনিশ কবুতর গুলো সরাসরি বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলো মানের দিক থেকে সবচেয়ে ভালো।আর এগুলোর দাম তুলনামূলক একটু বেশি।ডেনিশ কবুতরের বৈশিষ্ট্য হলো এদের ঠোঁট ধনুকের মতো বাঁকানো থাকবে এবং ঠোঁটের উপর অংশ লাল রংয়ের ও আগার অংশ হালকা সাদা বর্নের হবে সেই সাথে চোখ উজ্জ্বল চকচকে পাথর হতে হবে আর দুই চোখের পট্টি টকটকে লাল বর্নের হতে হবে।
ডেনিশ কবুতর মূলত পাঁচ রংয়ের হয়,যেমন সাদা কালো লাল হলুদ ও টাইগার।
সাদা ডেনিশ কবুতরের দাম সবচেয়ে বেশি তার পরেই অবস্থান করছে কালো ডেনিশ কবুতরের দাম এর ক্রমানুশারে লাল হলুদ ও টাইগার ডেনিশ কবুতরের দাম। নিচে সব ডেনিশ কবুতরের দামের তালিকা দেওয়া হল।
সাদা ডেনিশ কবুতর
সাদা ডেনিশ কবুতরের দাম কোয়ালিটি ভেদে ২০০০০/৪০০০০ টাকার আশেপাশে থাকে
কালো ডেনিশ কবুতর
কালো ডেনিশ কবুতরের দাম কোয়ালিটি ভেদে ১২০০০/২০০০০ টাকার আশেপাশে থাকে
লাল ডেনিশ কবুতর
লাল ডেনিশ কবুতরের দাম কোয়ালিটি ভেদে ৫০০০/১২০০০ টাকার আশেপাশে থাকে।
হলুদ ডেনিশ কবুতরের দাম কোয়ালিটি ভেদে ৩৫০০/৭০০০ টাকার আশেপাশে থাকে।
টাইগার ডেনিশ কবুতরের দাম কোয়ালিটি ভেদে ৪০০০/৭০০০ টাকার আশেপাশে থাকে।
বিদ্রঃ-এখানে দেখানো দামগুলো সময়ের সাথে পরিবর্তন শিল
পুরো পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে
----------------
মোঃ রেজোয়ান ইসলাম
পরিচালক/পায়রা প্লাস
0 মন্তব্যসমূহ