বেলজিয়াম নারিশ টাম্বলার কবুতরটির জাত উৎপত্তিস্থল বেলজিয়ামে, কবুতরটি দেখতে কিছুটা বোম্বাই কবুতরের মতো তবে এই কবুতরের গায়ের রং সাধারণত দুই ধরনের হয়ে থাকে তবে মাথার উপরিভাগ হতে গলার অর্ধাংশ সবসময়ই সাদা রংয়ের হয়ে থাকে এবং গায়ের রং হলুদl কালো বাদামি লাল ব্লু ইত্যাদি হতে পারে।
বেলজিয়াম নারিশ টাম্বলার কবুতরএই কবুতরটি মূলত ইন্ডিয়ান বোম্বাই কবুতর ও জার্মান ভেলভেটশীল্ট কবুতর থেকে ক্রস করে তৈরি করা হয়েছে।
নারিশ টাম্বলার কবুতরের দাম।
বাংলাদেশের বাজারে এই কবুতর খুব একটা দেখা যায়না বললেই চলে,আর তাই এই কবুতরের জনপ্রিয়তাও শির্ষে থাকায় এই কবুতরের দাম তুলনামূলক ভাবে বেশি মোটামুটি ২০২৩-২৪ অর্থ বসরে এই কবুতরের দাম কোয়ালিটি ভেদে ৩০০০/৫০০০ টাকা।
বিদ্রঃ-
ফেন্সি কবুতরের দাম কোয়ালিটি ভেদে কম অথবা বেশি হতে পারে একই সংঙ্গে স্থান কাল ভেদে কবুতরের দাম কমবেশি হতে পারে।
0 মন্তব্যসমূহ