Header Ads Widget

রেসার হোমার কবুতর Racher Homa Pigeon

বাংলাদেশ সহ আমেরিকা ইংল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম ইন্দোনেশিয়া ইত্যাদি আরও বেশ কিছু দেশে প্রাচিনকাল থেকেই কবুতরের রেস প্রতিযোগিতা হয়ে আসছে, আর এই প্রতিযোগিতা করা হয় যে জাতের কবুতর দিয়ে সেই কবুতর কেই মূলত রেসার হোমার কবুতর বলা হয়।

      রেসার হোমার কবুতর 
রেসার কবুতরের দাম। 
রেসার কবুতরের নির্দিষ্ট কোন দাম নির্দিষ্ট করে বলা মুশকিল কারন রেসিং কবুতরের দাম কবুতরের পার্ফমেন্স এর উপরে হয়। সাধারণত বাংলাদেশের বাজারে কোয়ালিটি ভেদে সর্বনিম্ন ২০০০ টাকা প্রতি পিস থেকে শুরু করে সর্বচ্চ ৫০০০০ টাকা পুর্যন্ত হয়ে থাকে তবে একপিস রেসার কবুতরের সর্বচ্চ রেকর্ড দাম রয়েছে ১৬ কোটি টাকা। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ