জাত পরিচিতি।
মুক্ষ্যি কবুতর সাধারণত দেখতে কিছুটা রাজহাঁসের ন্যায় বাঁকানো কম্পনযুক্ত হয়ে থাকে এবং এর মাথার উপরিভাগ হতে গলার অর্ধাংশ সাদা রঙের হয়ে থাকে, শরিরে রং লাল,কালো,সাদা,সিলভার,আকাশি,হলুদ ইত্যাদি বর্নের হয়ে থাকে।
লাল মুক্ষ্যি কবুতরউৎপত্তি স্থল।
মুক্ষ্যি কবুতর সর্ব প্রথম ১৯৪১ সালে ভারতে উৎপত্তি হয় বলে অধিকাংশ কবুতর বিশেষজ্ঞদের মত।
মুক্ষ্যি কবুতরের দাম।
মুক্ষ্যি কবুতর ২০২৪ অর্থ বসরে বাংলাদেশের বাজারে ১০০০/১৫০০ টাকার ভিতরে ওঠানামা করে তবে কোয়ালিটি এবং স্থান কাল পাত্র ভেদে কবুতরের দাম কম অথবা বেশি হতে পারে।
প্রাপ্তি স্থান।
মোটামুটি বাংলাদেশের সর্বত্রই মুক্ষ্যি কবুতর পাওয়া যায় তবে রাজধানী ঢাকায় এই কবুতর বেশি দেখা যায় সেই সাথে রাজশাহী বিভাগের নাটোর জেলা একই সাথে খুলনা শহরেও এই কবুতর পাওয়া যায় বিশেষ করে ঢাকার মিরপুর-০১ কবুতরের বাজার,নাটোর তেবারিয়া কবুতর হাট, খুলনা নয়াবাটি কবুতর হাট, ঢাকা টঙ্গী কবুতর হাট, গুলিস্তান কাপ্তান বাজার ও নরসিংদী পুটিয়া কবুতর বাজারেও এই কবুতর বেচাকেনা হয়ে থাকে এবং বাংলাদেশের অনেক কবুতর খামারেও এই কবুতর পাওয়া যায়, ইন্টারনেট এর দৌলতে মুক্ষ্যি কবুতর সহ আরও নানা জাতের রংবেরঙের বাহারি দেশি-বিদেশি কবুতর এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, যারা অনলাইনে কবুতর কিনতে চান তারা নিচে দেওয়া কবুতর কিনুন লেখাতে ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ