Header Ads Widget

স্ট্রবেরি কবুতর Strawberry pigeon

 স্ট্রবেরি কবুতরের জাত।

স্ট্রবেরি কবুতর মূলত একটি শৌখিন প্রজাতির হোমার কবুতর যা (কলম্বা লিবিয়া ডোমেস্টিয়া) এর অন্তর্ভুক্ত। স্ট্রবেরি কবুতর সাধারণত দেখতে বারহোমা কবুতরের মত হয়ে থাকে সেই সাথে স্ট্রবেরি কবুতরের ঠোঁট ডেনিশ কবুতরের মত লাল বর্ণের হয়ে থাকে। চোখের চারপাশে গোলাকৃতি লাল বর্ণের রিং থাকে। এই কবুতর বিভিন্ন কালারের হতে পারে তবে এই কবুতরের সাদা রঙের জাতটি বাংলাদেশ সহ পুর্ব এশিয়া মহাদেশে বেশি দেখা যায় নিচে স্ট্রবেরি কবুতরের ছবি দেওয়া হল।

Strawberry pigeon

স্ট্রবেরি কবুতরের দাম। 

স্ট্রবেরি কবুতর বাংলাদেশের বাজারে কোয়ালিটি ভেদে ২৫০০/৪৫০০ টাকা প্রতি জোরা কবুতর বিক্রি হয়ে থাকে তবে স্থান কাল পাত্র ভেদে কম অথবা বেশি হতে পারে। 

প্রাপ্তিস্থান।

স্ট্রবেরি কবুতর সহ আরও নানা জাতের রংবেরঙের দেশি-বিদেশি সকল ধরনের শৌখিন কবুতরের বিশাল অংশ ক্রয়-বিক্রয় করা হয় বাংলাদেশের হাট বাজার গুলোতে তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মিরপুর-০১ কবুতরের হাট, নাটোর তেবাড়িয়া কবুতর বাজার, নরসিংদী পুটিয়া কবুতর বাজার, টংগী কবুতর হাট, সখিপুর কবুতর বাজার, ঢাকা কাপ্তান বাজার কবুতর হাট, নারায়নগঞ্জ ফতুল্লা কবুতর বাজার, মেরাদিয়া কবুতর বাজার, কাশিমপুর কবুতর হাট ইত্যাদি। 

উল্লেখ্য।

বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হাট বাজারের পাশাপাশি সব ধরনের কবুতর অনলাইনে ক্রয়-বিক্রয় হচ্ছে, কেউ নিজের খামারের কবুতর ফেইসবুক পেইজের মাধ্যমে বিক্রি করছে আবার কেউ বিভিন্ন ইউটিউব চ্যানেল কে মাধ্যম করে কবুতর বিক্রি করছে। অনলাইনে কবুতর পাওয়া যায় এরকম বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের নাম নিচে দেওয়া হল।

শফিক ভাই পিজিওন লাভার
কবুতর প্রেমি রাসেল
মোস্তাক ভাই পিজিওন লাভার 
আয়ান পিজিওন গ্যালারি
কবুতর প্রেমি শিমুল
বিডি খামার
মহসিন টিভি
বাকবাকম পায়রা
কবুতরের ফেরিওয়ালা 

বিদ্রঃ

অনলাইনে কবুতর ক্রয়-বিক্রয় চ্যানেল বা পেইজগুলি কোন প্রতিষ্ঠান দ্বারা অনুমোদিত নয়, অনলাইনে কবুতর নিজ দ্বায়িত্বে করবেন, অনলাইনে কেনাকাটায় লেনদেন জনিত কোন সমস্যা হলে তার দ্বায়ভার Paira Plus Blog গ্রহন করবে না।

সমাপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ