বর্তমান ঝর্না সাটিন কবুতরের দাম কেমন
বাংলাদেশের বাজারে বিভিন্ন রংয়ের, বিভিন্ন জাতের,সাটিন কবুতর পাওয়া যায়,যেমন ঝর্না সাটিন কবুতর,ব্লু সাটিন কবুতর,ব্লাকলেস সাটিন,ক্রিমবার সাটিন কবুতর,ক্লাসিক সাটিন কবুতর ও পুলিশ সাটন কবুতর ইত্যাদি।
আজকে আমরা কথা বলব,ঝর্না সাটিন কবুতরের বর্তমান বাজার দাম।
ভালো মানের ঝর্না সাটিন কবুতর রানিং জোরার দাম কোয়ালিটি ভেদে ২৫০০/৩৫০০ টাকা হতে পারে,আর সাটিন কবুতরের বাচ্চার দাম কোয়ালিটি ভেদে ১০০০/১৮০০ টাকা পুর্যন্ত হতে পারে।
বিদ্রঃ-এই দাম সময়ের সাথে পরিবর্তনশীল।
0 মন্তব্যসমূহ