বোম্বাই কবুতর এর দাম এর রং সাইজ খোপা আর চোখের রংয়ের উপর নির্ভরশিল যেমন একটু কম কোয়ালিটি সম্পুর্ন বোম্বাই কবুতর যেটার খোপা তুলনামূলক ছোট হয়ে থাকে এবং কবুতরের সাইজও একটু ছোট হয়ে থাকে আর এই ধরনের বোম্বাই কবুতর বর্তমান বাংলাদেশের বাজারে দাম একটু কম থাকে এবং যেটা ভালো মানের ইন্ডিয়ান বোম্বাই সেটা বাংলাদেশের বাজারে দাম একটু বেশি থাকে তবে পালন করার জন্য এবং দেখার সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে ভালো হবে ইন্ডিয়ান বোম্বাই কবুতর পালন করা
ইন্ডিয়ান হলুদ বোম্বাইউপরে দেওয়া হলুদ বোম্বাই কবুতরের ছবিটি হচ্ছে একটি ইন্ডিয়ান হলুদ বোম্বাই কবুতর হলুদ বোম্বাই কবুতরের বর্তমান বাজার দর কোয়ালিটি ভেদে ১২০০/৩৫০০ টাকার আশেপাশে থাকে
উপরে দেওয়া ছবিটি হচ্ছে একটি ইন্ডিয়ান সাদা বোম্বাই কবুতরের ছবি আর বাংলাদেশের বাজারে কোয়ালিটি ভেদে সাদা বোম্বাই কবুতরের দাম ১৮০০/৪৫০০ টাকার আশেপাশে থাকে।
উপরে দেওয়া ছবিটি হচ্ছে একটি ইন্ডিয়ান লাল বোম্বাই কবুতর এই সময়ে বাংলাদেশের বাজারে কোয়ালিটি ভেদে লাল বোম্বাই কবুতর বিক্রি হয় ১৫০০/৩৫০০ টাকার আশেপাশে।
0 মন্তব্যসমূহ