কালো লাহরি কবুতর
কালো লাহরি কবুতর বাংলাদেশ সহ পুরো পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয় একটি কবুতর লাহরি কবুতরের বেশ কয়েকটি রং হয়ে থাকে যার মদ্ধ্যে উল্লেখযোগ্য হলো লাল,কালো,হুলুদ,সিলভার ও গ্রেবার এবং এদের জাতেও রয়েছে ভিন্নতা এগুলোর মদ্ধ্যে টয় লাহরি সবচেয়ে জনপ্রিয় এবং টয় লাহরি কবুতরের দাম সবচেয়ে বেশি কোয়ালিটি ভেদে লাহরি কবুতর বাংলাদেশের বাজারে ২৫০০৳ থেকে ৮০০০৳ পুর্যন্ত হয়ে থাকে তবে এই দাম সময়ের সাথে কম অথবা বেশি হতে পারে।
0 মন্তব্যসমূহ