Header Ads Widget

ডাচ টাম্বলার কবুতর | Old Dutch Tumbler Pigeon

ডাচ টাম্বলার কবুতর হল একটি অভিনব কবুতরের জাত যা বহু বছরের বাছাইকৃত প্রজননের মাধ্যমে গড়ে উঠেছে। ডাচ টাম্বলার, অন্যান্য জাতের সাথে গৃহপালিত সকল কবুতরই, রক কবুতরের (কলাম্বা লিভিয়া) এর বংশধর।

    ডাচ টাম্বলার কবুতরের ছবি

উৎপত্তি স্থল। 

নেদারল্যান্ড

জাত।

ফেন্সি

ব্রীড।

টাম্বলার কবুতর 

রং। 

ডাচ টাম্বলার কবুতর এর বেশ কয়েকটি রং হয়ে থাকে তবে তা যে রঙেরই হোক না কেন ডানার রং সবসময় সাদা হয়ে থাকে আর প্রধানত এই কবুতর লাল, সাদা, কালো, হলুদ, ও আকাশি রঙের হয়ে থাকে। 

চেনার উপায়। 

ডাচ টাম্বলার কবুতর চেনার প্রধান উপায় হচ্ছে এর মাথা গোলাকৃতি ও চোখের রং সাদা পায়ে প্রচুর পরিমানে লোম থাকা ও চিকন মাঝারি আকারের হালকা গোলাপি রঙের ঠোঁট থাকা।

ডাচ টাম্বলার কবুতরের ভিডিও 👇



ডাচ টাম্বলারকবুতরের দা

এই কবুতর সহ সকল ধরনের শৌখিন প্রজাতির কবুতরের দাম মূলত কবুতরের কোয়ালিটির উপরে নির্ভরশীল, বাংলাদেশের বাজারে কোয়ালিটি ভেদে ৩০০০/৮৫০০ টাকা পুর্যন্ত দাম হয়ে থাকে। 

বিদ্রঃ-

কবুতরের দাম স্থান কাল পাত্র ভেদে কম অথবা বেশি হতে পারে। 

কবুতর কিনুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ